বগুড়ার দুপচাঁচিয়া ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর  হামলার ঘটনায় পাঁচ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত চিঠি থেকে এতথ্য জানা গেছে।

হামলার শিকার ছাত্রদল নেতা মে‌হেদি হাসান উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব।

আরো পড়ুন:

গোবিপ্রবিতে ছাত্রলীগ নেতার সনদ তুলতে ছাত্রদল নেতার সহায়তা, অতঃপর…

সেপটিক ট্যাংকে মিলল পলিথিনে মোড়ানো সাবেক ছাত্রদল নেতার মরদেহ

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। ক‌মি‌টি প্রতিবেদনে দায়ী হিসেবে দুপচা‌চিয়া পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়। 

অভিযুক্তরা হলেন- দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো.

হিমেল ও মো. হানিফ। 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসানের কারণ দর্শানো নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, “তুচ্ছ ঘটনা নিয়ে গত ২৪ এপ্রিল ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/এনাম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র স ছ ত রদল ন ত

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি অক্টোবরে শুরু করতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। এরপর নীতিমালা মেনে বদলি চালু হবে।

গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর আগে গত মঙ্গলবার বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ পথনকশা ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ