মাদক সেবনের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই ছাত্রকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেটে সভায় এ সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার এ তথ্য জানা যায়। 

বহিষ্কৃতরা হলেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হলে তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে, এই সময়ের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে কুবি প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে...

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ