লাঞ্চের পর তখনো খেলা শুরু হয়নি। বোলার ব্লেসিং মুজারাবানি থেকে ব্যাটসম্যান তানজিম হাসান ও মেহেদী হাসান মিরাজ সবাই প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়েই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মিরাজের নতুন কীর্তি ভেসে উঠল। ২৬তম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের জন্য মিরাজকে জানানো হলো অভিনন্দন। মিরাজের চোখও পড়ল স্ক্রিনে। খানিকক্ষণ তাকিয়েও রইলেন। নিজের কীর্তিতে অভিনন্দন পেতে কার না ভালো লাগে!

এই ঘটনার পর মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে কীর্তি গড়েছেন আরও একটি। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাতে মিলেছে দর্শককের হাততালি, সতীর্থদের অভিবাদন। তাঁর উদযাপনই বলে দিচ্ছিল সেঞ্চুরিটি তাঁর জন্য কতটা বিশেষ।

তানজিমের আউটের পর মিরাজের সেঞ্চুরিটা এসেছে কিছুটা নাটকীভাবেও। শেষ উইকেটে মিরাজকে ৯৯ রানে নন–স্ট্রাইকে রেখে হাসান মাহমুদ যেভাবে ভিনসেন্ট মাসেকেসার ৫টি বল কোনোমতে ঠেকালেন তাতে মিরাজের সেঞ্চুরিতে বিশেষ অবদান তিনি দাবি করতেই পারেন।

সেঞ্চুরির পর উদ্‌যাপন মিরাজের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তপশিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জুলাই। 

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ