পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
Published: 30th, April 2025 GMT
শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় শহীদ সাজ্জাদ হোসেন সজলসহ ছয়জনকে হত্যা শেষে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। তিনি সেই মামলার ২৭ নম্বর আসামি।
বেশ কয়েক দিন ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে নির্বিচারে গুলিতে সাজ্জাদ হোসেন সজল, আবদুল মান্নান, মিজানুর রহমান, তানজিল মাহমুদ সুজয়, আস-সাবুর এবং বায়েজিদ নিহত হয়। পরে পুলিশ ভ্যানেই নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। ওই মামলার ২৭ নম্বর আসামি করা হয় তৎকালীন সাভারের আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানকে। এরপর তিনি বদলি হয়ে গত ১৫ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা পুলিশে জেলা পুলিশে যোগ দেন। গত ১২ ডিসেম্বর শরীয়তপুরের পুলিশ সুপার তাকে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন। তবে গত ২৪ এপ্রিলের পর থেকে তিনি কর্মস্থলে আসছেন না।
আরো পড়ুন:
শামীম ওসমানের ছেলে অয়নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে নারীর নালিশি
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘‘স্যার গত ২৪ তারিখ থেকে অফিসে আসছেন না। কী কারণে, সেটি সঠিক বলতে পারব না। শুনতে পেয়েছিলাম তার আম্মা নাকি অসুস্থ, সেই কারণে তিনি তার আম্মাকে দেখতে গিয়েছেন। বাকিটা সিনিয়র যারা আছেন, তারা বলতে পারবেন।’’
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন জানান, পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর তিনিসহ অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কর্মস্থলে রুলস, ফরমেট ফলো করা হয়। কারো বিরুদ্ধে মামলা হলেই সঙ্গে সঙ্গে তিনি অভিযুক্ত কিংবা অপরাধী, এমন নয়। তদন্ত করার আলোকে প্রমাণ যেটি আসবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’
ঢাকা/আকাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম স দ র রহম ন অপর ধ তদন ত
এছাড়াও পড়ুন:
কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন
শ্রমিক অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। কর্মক্ষেত্রে বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য– ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি উপলক্ষে বুধবার দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম; দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সরকারি অন্য কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এর উদ্বোধন করবেন।
মে দিবস উপলক্ষে গতকাল দেওয়া বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দুঃখ-কষ্টে জীবনযাপন করছেন। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বার্তায় এ তথ্য জানানো হয়।
রাজনৈতিক দলের কর্মসূচি
আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা। এতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী অংশ নেবেন।
এ উপলক্ষে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় পল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।