পতাকা বৈঠক শেষে দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ
Published: 2nd, May 2025 GMT
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে পতাকা বৈঠকের পর ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বিনিময়ে আটক দুই ভারতীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত দিয়ে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল সীমান্তের ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার রেজাউল করিম।
আরো পড়ুন: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা
আরো পড়ুন:
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা
বেড়ানোর কথা বলে পাচারের চেষ্টা, ভারতীয় গ্রেপ্তার
ফেরত আনা দুই বাংলাদেশি নাগরিক হলেন- মাসুদ ও এনামুল। সীমান্তে ধান কাটার সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
হস্তান্তর করা দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।
নায়েব সুবেদার রেজাউল করিম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই নাগরিককে ফিরত দিয়েছে ভারতের বিএসএফ। আটককৃত ভারতীয় দুই নাগরিককেও ফিরত দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ দুপুর ১২টার দিকে ধর্মজৈন সীমান্ত ঘেঁষা জমিতে ধান কাটতে গেলে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে আটক করে নিয়ে যায়। পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ভারত সীমান্ত থেকে সে দেশের দুইজন নাগরিককে আটক করে নিয়ে আসেন।”
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ
এছাড়াও পড়ুন:
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আরো পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ
আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/সাজু/রফিক