পণ্য লুট, চাঁদাবাজির বিচার চান ব্যবসায়ীরা
Published: 2nd, May 2025 GMT
ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীদের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ব্যবসায়ী-মালিক সমিতি, উপজেলা পরিবেশক সমিতির নেতারা। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। এমনকি নানা প্রতিষ্ঠানের গ্রাহকদের আটকে টাকা-পয়সা ও পণ্য লুটে নিচ্ছে। দোকানপাট বন্ধ করে রাতে বাসায় চলে গেলেও নিস্তার পাচ্ছেন না ব্যবসায়ীরা। দোকানের তালা ভেঙেও মালপত্র লুটে নিচ্ছে দুর্বৃত্তরা।
মানববন্ধন শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে মারীখালি ব্রিজ ঘুরে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের সামনে শেষ হয়। পরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নাম উল্লেখ করে সোনারগাঁ থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা। এ সময় সোনারগাঁ পরিবেশক সমিতির সভাপতি মো.
কর্মসূচিতে বক্তব্য দেন সোনারগাঁ পণ্য পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ীরা একটি অভিযোগ দিয়েছেন। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ তৎপর। যার বিরুদ্ধে অভিযোগ, তাকে সহযোগীসহ গ্রেপ্তারে চেষ্টা চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।