লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায় এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ৮ ঘণ্টা পর নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন তারা। 

শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। সেসময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির পক্ষ থেকে তাদের নিরাপদে ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত দিতে রাজি হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, আটকের পর বিএসএফ তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। দেশে ফিরে আসার পর তাদেরকে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করে দুই বাংলাদেশি নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

জিল্লুর রহমান জানান, বিজিবির আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ নিজেদের হেফাজতে থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীকে শুক্রবার রাতেই ফেরত দেয়।

সীমান্ত এলাকায় বসবাসকারীদের সতর্কতার চলাফেরার পরামর্শ দেন তিনি।

ঢাকা/আমিরুল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার খবর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কুশুমপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।

গুলিবিদ্ধ রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ তাদের ধানের জমিতে যান। জমিটি ভারত সীমান্তের কাছাকাছি। সেসময় ওপার থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে একটি ছররা গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, রিয়াজ নামের এক ব্যক্তি আহতের কথা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাইনি। তবে ঘটনার বিষয়ে আমরা নিশ্চিত না। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৪৪
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত
  • ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের হস্তান্তর
  • দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ
  • এবার পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • পতাকা বৈঠক শেষে দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ
  • ঝিনাইদহে বিএসএফের গুলিতে যুবক আহত, দাবি পরিবারের
  • ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার খবর