বিসিবি সভাপতি হিসেবে গত বছরের আগস্টে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সম্প্রতি তাঁকে নিয়ে নানা রকম নেতিবাচক আলোচনা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি একটি টক শোতে এসব অভিযোগ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করার চেষ্টা করেছেন ফারুক।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আবারও উঠল সেসব প্রসঙ্গ। তবে এবারও ফারুক তাঁর বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকারই করেছেন।

‘ফ্যাসিস্ট রেজিমের’ সঙ্গে সম্পর্ক আছে কি না, এমন এক প্রশ্নে ফারুক আহমেদ বলেছেন, ‘এসব বানানো’। তিনি বলেন, ‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’

আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকেফারুক আহমেদ, বিসিবি সভাপতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র ক আহম দ সরক র র

এছাড়াও পড়ুন:

রাশফোর্ডের চোখ ধাঁধানো জোড়া গোলে শুরু বার্সেলোনার

নিউক্যাসল ইউনাইটেড ১-২ বার্সেলোনা

মার্কাস রাশফোর্ড তাহলে ফিরলেন!

ইংলিশ ফুটবলপ্রেমীরা এই রাশফোর্ডকে আবার দেখার আশায় দিন গুণেছেন। সেন্ট জেমস পার্কে তাঁরা সেই রাশফোর্ডকে দেখলেন ঠিকই, সম্ভবত কিছুটা দীর্ঘশ্বাস জেগেছে কারও কারও মনে। ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ধারে বার্সেলোনায় পাঠাল গত জুলাইয়ে। তারপর এই প্রথম ইংল্যান্ডে প্রত্যাবর্তন, কিন্তু ইংলিশ ফুটবলপ্রেমীরা দেখলেন কী, তাদেরই ক্লাবের বিপক্ষে রাশফোর্ড করলেন জোড়া গোল! তাও যেন-তেন গোল নয়, দুটি গোলই মনে রাখার মতো।

রাশফোর্ডের জোড়া গোল নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে ভালো শুরু পেল বার্সা। রাশফোর্ডের নিজের জন্যও ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। বার্সার হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখালেন, সেটাও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষেকে। হ্যারি কেইনের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের বাইরের ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে জোড়া গোল করলেন রাশফোর্ড।

তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট গতির হেডে পেয়ে যান প্রথম গোল। ১০ মিনিট পর ২০ গজ দূরত্ব থেকে করা শটে রাশফোর্ডের গোলটি দেখে ধারাভাষ্যকার দুটি কথা বললেন, ‘মিসাইল’ এবং ‘চ্যাম্পিয়নস লিগে এবার মৌসুমসেরা গোলের দৌড়ে থাকবে। নিউক্যাসল গোলকিপার পোপ ডান দিকে ঝাঁপ দিয়েছিলেন, ভিডিও রিপ্লেতে তা দেখে ধারাভাষ্যকার বলেছেন, ‘দরকার ছিল না’ কারণ শটটা এতটাই নিখুঁত ছিল!

নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে স্বাগতিক সমর্থকদের জাগিয়ে তোলেন অ্যান্থনি গর্ডন। কিন্তু আর যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোলটি আর পায়নি নিউক্যাসল।

বিস্তারিত আসছে…।

সম্পর্কিত নিবন্ধ