সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের নারীবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামী বুধবার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে বাসদ (মার্ক্সবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের শর্তগুলোর শ্বেতপত্র প্রকাশের দাবি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ১৫ মে দেশব্যাপী মিছিল ও সমাবেশ করবে দলটি।

বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার ও সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ।

আরও পড়ুনচট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে ২৬ এপ্রিল ২০২৫

সভায় নারীদের প্রতি হেফাজতে ইসলামের বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া চট্রগ্রাম বন্দরের নিউমুরিং বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার নিন্দা জানানোর পাশাপাশি আরাকানে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। এ ছাড়া সভা থেকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তারের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার শ্রমিকনেতাদের মুক্তির দাবি জানানো হয়।

আরও পড়ুননারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম২০ এপ্রিল ২০২৫আরও পড়ুননারীবিষয়ক কমিশন বাতিলসহ সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের০২ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

পল্লবীতে আওয়ামী লীগ নেতার বাড়ির পেছনের নালা থেকে ১৫৫টি গুলির খোসা উদ্ধার

ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ