সিপিডিতে ইন্টার্নশিপে বেতন ১৫,০০০, আবেদন করুন দ্রুত
Published: 7th, May 2025 GMT
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ ইন্টার্ন
পদসংখ্যা: একাধিক
যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।
বেতন: ১৫,০০০ টাকা
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ
৮ মে, ২০২৫।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দাম্পত্য জীবন সুন্দর-দীর্ঘ করতে মেয়েকে কোন উপদেশ দেন শর্মিলা
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খান। বয়সে ছোট কুণাল খেমুকে পরিবারের মতে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবনের দশ বছর পার করলেন তারা। বিয়ের ঠিক আগে স্বামীর মনের বিশেষ একটি দিক খেয়াল রাখার জন্য সোহাকে উপদেশ মা শর্মিলা ঠাকুর।
সম্প্রতি অভিনেত্রী সোহা জানান, বিয়ের আগে মা শর্মিলা ঠাকুর তাকে পুরুষ মানুষের মন বুঝে চলার উপদেশ দিয়েছিলেন। সম্পর্ক সুন্দর ও দীর্ঘ করতে এই পরামর্শ দেন তার মা।
শর্মিলা মেয়েকে বিয়ের আগে বলেন, ‘পুরুষ মানুষের অহংবোধ থাকে, সেটাকে তার স্ত্রীকে বুঝে চলতে হয়। এবং নারীর আবেগের গুরুত্ব দিতে হয় পুরুষকে।’
সোহা জানান, তার মা সৎ উদ্দেশ্য নিয়েই এই উপদেশ দেন। মায়ের দেওয়া সেই পরামর্শ মেনে চলেন সোহা। পরবর্তী কালে বন্ধু নেহা ধুপিয়ার বিয়ে সময়ও তাকে এই এক পরামর্শই দিয়েছিলেন সোহা।
শর্মিলা ঠাকুর তখন অভিনয় জীবনের মধ্যগগনে। ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে সাড়া ফেলেছিলেন তিনি। খ্যাতি ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। পরের বছরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খানকে বিয়ে করেন!
সেই সময় বলিউডে একটাই গুঞ্জন, নিজের হাতে নিজের পেশাজীবন শেষ করলেন সর্মিলা! বাস্তবে তেমন কিছুই হয়নি। সংসার জীবন নিয়েও ছিলো না কোনো ঝামেলা। তাদের সফল দাম্পত্য জীবন নিয়ে গর্বিত ছেলে-মেয়েরা। সূত্র: আনন্দবাজার অনলাইন।