সারি সারি বিছানায় অসুস্থ মানুষ। অধিকাংশই শিশু। রক্ত নিতে আসা এসব রোগীর সঙ্গে স্বজনেরাও উপস্থিত। এমনই এক মায়ের সঙ্গে আলাপ হলো। তিনি কলেজের শিক্ষক। সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় আসতে হয় তাঁকে। তাই এই প্রতিষ্ঠানেরই এক জ্যেষ্ঠ চিকিৎসক তাঁকে বলছিলেন, এখন খুলনায়ও আধুনিক চিকিৎসাপদ্ধতি চালু হয়েছে। তিনি চাইলে সেখানেও সন্তানের চিকিৎসা করাতে পারেন। তবে সেই মায়ের বক্তব্য, যে সেবা এই প্রতিষ্ঠানে তিনি পাচ্ছেন, যতটা নিরাপদে তাঁর সন্তানকে রক্ত দেওয়া হচ্ছে এখানে, তা অন্য কোথাও সম্ভব নয়। তাই কষ্ট হলেও সন্তানের সেরা চিকিৎসা নিশ্চিত করতে এখানেই আসবেন তিনি।

সারি সারি বিছানায় অসুস্থ মানুষ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথম প্রান্তিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫) অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩.১২ শতাংশ।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৭ মে) কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬২ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৪ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ৩.১২ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৭ টাকা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ