কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে রাতভর গোলাগুলি হয়েছে: ভারত
Published: 8th, May 2025 GMT
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এ খবর জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘রাতের বেলা..জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনূর এলাকার উল্টোদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাচৌকি থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র থেকে গুলি এবং কামানের গোলা বর্ষণ করা হয়।’ ভারতীয় সেনারা সে অনুযায়ী জবাব দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয়।
তবে সীমান্তে সর্বশেষ সংঘাতের খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তারপর থেকে পরমাণু অস্ত্র শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে।
ভারত বলেছে, তারা পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার সপ্তাহ দুই আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই হামলায় মদদ দিয়েছে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের হামলার পর বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বদলা নেবে পাকিস্তান।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই সংঘাতে উভয় পক্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদ বলেছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানে ৩১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নয়াদিল্লি বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের দিকে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
কূটনীতিক এবং বিশ্বনেতারা উভয় দেশকে একটি যুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্ত থেকে সরে আসতে বলেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।
আরও পড়ুনভারত কী কী ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে১১ ঘণ্টা আগেআরও পড়ুনভারত–পাকিস্তানের মধ্যে যত যুদ্ধ ও সংঘাতের ঘটনা ঘটেছে১৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিগ ব্যাং তত্ত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে ‘চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস : বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিইউবিটি ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিআরআইসি) সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি অত্যন্ত সহজ ভাষায় মহাবিশ্বের সৃষ্টি, কসমিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং বিগ ব্যাং তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন। মহাকাশবিজ্ঞান বিষয়ে জ্ঞান ও গবেষণাভিত্তিক তার উপস্থাপন ও সুস্পষ্ট ব্যাখ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি’র আইকিউএসি এবং বিআরআইসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। তার বক্তব্যে বলেন, বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের জ্ঞানবহুল আলোচনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেমিনার বিইউবিটির শিক্ষা প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি