রাঙামাটির ভাসমান হাটে মৌসুমি ফলের ঘ্রাণ
Published: 9th, May 2025 GMT
ভাসমান হাটে ভোরেই একের পর এক ঘাটে ভিড়ছে নৌকা। তাতে বোঝাই পাকা মৌসুমি ফল। সকালের হাট ধরতে কৃষকদের তোড়জোড়। এরই মধ্যে দল বেঁধে ফল ব্যবসায়ীরা উপস্থিত। ফলের নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় দর-কষাকষি। রাঙামাটি জেলা শহরের সমতা ঘাট এখন ম-ম করে পাকা ফলের ঘ্রাণে।
মৌসুমি ফল বেচাকেনাকে কেন্দ্র করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি শহরের বনরূপা পেট্রলপাম্প হতে সমতা ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ভিড় জমে থাকে। গত মঙ্গলবার সকালে ঘাটে গিয়ে দেখা যায়, দেড় শতাধিক নৌকা পাকা মৌসুমি ফল নিয়ে ভাসছে কাপ্তাই হ্রদের সমতা ঘাটে। কেউ বিক্রি করছেন নৌকায় বসে আবার কেউ ফল বিক্রি করছেন সমতা ঘাটের পাড়ে। নৌকায় ফল দেখতে উঠছেন ক্রেতা-পাইকারেরা। ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
সদর উপজেলার বন্দুকভাঙা এলাকা থেকে আসা সুমন্ত চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমি দেশীয় পাকা আম নিয়ে এসেছি। ১০ ঝুড়ি আম আট হাজার টাকায় বিক্রি করেছি। আমাদের এলাকা থেকে একসঙ্গে অন্তত ৪০ জন কৃষক মৌসুমি ফল বিক্রি করতে এসেছেন। ফলের দাম ভালো থাকায় আমরা খুশি। পাকা ফলের চাহিদা বেশি থাকায় বিক্রি করতে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না।’
সমতা ঘাটে কাঠালের স্তূপ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।