বন্দরে বাসা থেকে বের হয়ে সালমা বেগম (৪৮) নামে এক মধ্যবয়সী নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ সালমা বেগম বন্দর উপজেলার তিনগাও এলাকার ওসমান হাজী মেয়ে।

এ ব্যাপারে নিখোঁজ নারী জামাতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার (৯ মে) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। 

যার জিডি নং-  ৪৮৫ তাং- ৯-৫-২০২৫ইং। এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় বন্দর উপজেলার তিনগাওস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে ওই নারী নিখোঁজ হয়।

জানা গেছে, নিখোঁজ মধ্য বয়সী নারী সালমা বেগম একজন শ্রবন প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার বেলা ১১টার সময় তার নিজ বাসা থেকে বের হয়ে অদ্যবধী পর্যন্ত আর বাসায় ফিরে আসেনি।

অনেক স্থানে খোঁজাখুঁজি করে তার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

পুলিশ জিডি পেয়ে নিখোঁজ  নারীকে সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন স্থানে  উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি

গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। 

প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”

আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ