ব্যাংক পরিচালকদের ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে এবং ঋণ ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে সম্প্রতি নতুন এই নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের পরিচালকদের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণের হিসাব প্রতিবছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে বলেও নীতিমালায় বলা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংক পরিচালকদের ঋণের পরিমাণ ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না। তবে, এক কোটি টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। ব্যাংক পরিচালক এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বেনামি ঋণও এই নীতিমালার আওতায় আসবে।

টিয়ার-১ মূলধনের সীমা নির্ধারণ:
কোনো ব্যাংক একক বা সম্মিলিতভাবে তার টিয়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দিতে পারবে না। এই সীমা লঙ্ঘন হলে তাৎক্ষণিকভাবে ব্যাংকের পর্ষদ ও বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে এবং একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনা দাখিল করতে হবে। যদি ঋণ নির্ধারিত সীমা অতিরিক্ত করে তাহলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। পরিচালকদের ৫০ লাখ টাকার বেশি ঋণ অথবা এক কোটি টাকার বেশি ঋণের সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি বাধ্যতামূলক। 

আরো পড়ুন:

১১০৪ কোটি ৪১ লাখে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

ঋণের আবেদনপত্রের সঙ্গে সিআইবি রিপোর্ট, পর্ষদের অনুমোদন পত্র জমা দিতে হবে। এসব আবেদনপত্র জমা দিতে হবে বিদ্যমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে সাত কার্যদিবস আগে।

এমডি ও সিইওর জন্য বিশেষ বিধি নিষেধ:
ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের জামানতবিহীন ঋণ বা অগ্রিম দিতে পারবে না। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইওদের জন্য কর্মচারী ঋণ প্রকল্পের আওতায় কোনো সুবিধা দেওয়া হবে না। এমডি , সিইও বা তাদের সহযোগীদের কোনো প্রকার সুদ বা মুনাফা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া মওকুফ করা যাবে না। সিইওদের জন্য সাধারণ গ্রাহকের শর্তে ক্রেডিট কার্ড ইস্যু করা যেতে পারে, তবে তা সাত কার্যদিবস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন জারি করা নীতিমালার ফলে পরিচালকদের বেনামি ঋণ বা সুবিধাভোগী ঋণ হিসাবে অন্তর্ভুক্ত হবে। যা ব্যাংকিং খাতে আরও সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ তৈরি করবে। ব্যাংকিং খাতে সুশাসন এবং ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সহায়ক হবে। যা সাধারণ জনগণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।

ঢাকা/এনএফ/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ র জন য

এছাড়াও পড়ুন:

নাটোর জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২১ ডিসেম্বর

নাটোর জেলা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি দেবে। ২০২৫ সালে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্র–ছাত্রী হতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুননেকটারে আইসিটিতে অনলাইনে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স, যোগ্যতা এইচএসসি পাস৩ ঘণ্টা আগে

দরকারি যোগ্যতা—

১. আবেদনকারীকে অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্র–ছাত্রী হতে হবে;
২. আবেদন করা ছাত্র–ছাত্রীকে নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
৩. আবেদনকারীকে সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করা শিক্ষার্থী হতে হবে।

আবেদন করতে হবে—

১. নাটোর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
২. ডাকযোগে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ

নাটোর জেলা পরিষদ অফিসে সরাসরি বা ডাকযোগে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে
অফিস চলাকালীন আবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।

আবেদনের সঙ্গে যা লাগবে—

১. আবেদনপত্রে পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ বা মতামত থাকতে হবে।
২.  নাটোর জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার পক্ষে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা উপজেলা নির্বাহী অফিসার বা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩. আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।

বিস্তারিত তথ্য  জানতে ওয়েবসাইট: https://www.zpnatore.gov.bd

আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৬ পদে নিয়োগ, আবেদন শুরু ১৬ নভেম্বর
  • ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ওয়াক্ফ প্রশাসনে চাকরির সুযোগ
  • অর্থ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, মাসে ভাতা ১০ হাজার
  • নাটোর জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২১ ডিসেম্বর
  • শিল্প মন্ত্রণালয়ে ৯মসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৩৫