হিলিতে আরনু জুটমিল বন্ধ ঘোষণা, শ্রমিকেরা দিশেহারা
Published: 10th, May 2025 GMT
দিনাজপুরের হিলিতে আরনু জুটমিল আকস্মিকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এতে সেখানে কর্মরত শ্রমিকেরা বিপাকে পড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, সাময়িকভাবে মিল বন্ধ রাখা হয়েছে।
হিলি পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত আরনু জুটমিল। মিলটিতে ৪৫০ থেকে ৫০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার (৮ মে) জুটমিলে শ্রমিকরা কাজ শেষে চলে যান। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর আজ শনিবার (১০ মে) সকালে শ্রমিকেরা মিলে কাজ করতে আসলে গেট বন্ধ পান। গেটে নোটিশ লাগানো আছে। যেখানে লেখা রয়েছে, শনিবার (১০ মে) থেকে আরনু জুটমিল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমন নোটিশ দেখে মিলের শ্রমিকেরা দিশেহারা হয়ে পড়েন।
আর মাত্র কয়েক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। এমন সময় মিলটি বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। কয়েকজন পুরুষ শ্রমিক জানান, কেন বন্ধ করলো তারা তা জানেন না। মিল বন্ধ থাকলে শ্রমিকেরা চলবেন কীভাবে? এখানকার উপার্জন দিয়ে তাদের সংসার চলে। মিল বন্ধ থাকলে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে।
আরো পড়ুন:
‘শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’
সামাজিক-অর্থনেতিক ন্যায় প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নীতিতে জোর
তারা আরো বলেন, ‘‘মিল মালিকরা পারিবারিক দ্বন্দ্বে জড়ান, আর খেসারত দিতে হয় আমাদের মতো অসহায়, হতদরিদ্র শ্রমিকদের। আমরা কাজ চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই।’’
কয়েকজন নারী শ্রমিক বলেন, ‘‘আমরা নারীরা সংসার চালাতে এখানে কাজ করি। কিন্তু মাঝেমধ্যে মিল বন্ধ রাখে। আমরা কাজ না করলে সংসার চালাব কী করে? আর এনজিওর কিস্তি দেবো কীভাবে?’’
শ্রমিক সরদার রহমত আলী বলেন, ‘‘এই আরনু জুটমিলে প্রায় ৫০০ জনের মতো নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। আজ থেকে মালিক মিল বন্ধের ঘোষণা দিয়েছেন। মিল বন্ধ হলে শ্রমিকেরা খাবে কী, আর চলবে কী করে? আমি চাই, মিল বন্ধ না করে দ্রুত চালু করুক।’’
আরনু জুটমিলের প্রশাসনিক কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, ‘‘জুট মিলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। দু-একদিনের মধ্যে চালু করা হবে।’’
এ বিষয়ে আরনু জুটমিলের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আজাদ বলেন, ‘‘মিল থেকে চার গাড়ি মালামাল চুরি হয়ে গেছে। মিলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে বিষয়টি দেখা হবে।’’
ঢাকা/মোসলেম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ল বন ধ বন ধ র খ ক জ কর জ টম ল
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’