পাবজি মোবাইলের সঙ্গে উদ্ভাবনী ব্র্যান্ড
Published: 11th, May 2025 GMT
স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সারাবিশ্বে জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীজন হয়েছে। ফলে ব্র্যান্ডটি একমাত্র স্মার্টফোন নির্মাতা, যারা পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।
অংশীজনের অংশ হিসেবে ব্র্যান্ডটি তাদের নতুন জিটি সিরিজের উন্মোচনের কথা জানিয়েছে। উচ্চ ক্ষমতার গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত গত বছরের ‘জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের মধ্য দিয়ে অংশীজনের সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের প্রদর্শনী উপস্থাপন করেন। এমন উদ্যোগ বিশেষভাবে দৃষ্টি আকৃষ্ট করেছে বাংলাদেশের মতো উদীয়মান বাজারে, যেখানে মোবাইল গেমিং– বিশেষ করে পাবজি মোবাইল তরুণদের মধ্যে দীর্ঘদিন ধরে বিনোদন, যোগাযোগ ও আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত।
জানা গেছে, বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে ব্র্যান্ডটি। তারুণ্যনির্ভর কৌশলের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া। এখনও সুনির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীজনের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং ভক্তদের সঙ্গে সংযুক্তি হওয়ার পরিকল্পনা রয়েছে। জিটি সিরিজ ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। মোবাইল গেমিংয়ের জন্য পারফরম্যান্স, গতি ও হার্ডওয়্যার অপটিমাইজেশনে বিশেষ গুরুত্ব দিয়ে সিরিজটি ডিজাইন করা। দ্রুতই নতুন সিরিজ ভক্তদের কাছে পৌঁছাবে বলে জানায় নির্মাতারা। তরুণ ভক্তের মধ্যে উচ্চ ক্ষমতার গেমিং ডিভাইসের চাহিদা বেড়ে যাওয়ায় এটি সময়োপযোগী উদ্যোগ।
উৎস: Samakal
কীওয়ার্ড: অ শ জন
এছাড়াও পড়ুন:
স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা
মৌসুমের শুরুটা ভালো ছিল না হামজা চৌধুরীর জন্য। লেস্টার সিটির মূল একাদশ থেকেও জায়গা হারান। তবে শেষ পর্যন্ত পুরো মৌসুমটা যেন স্বীকৃতি ও অর্জনের গল্প। ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ স্কাই স্পোর্টসের ব্রিটিশ-দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।
প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটির খেলোয়াড় হলেও চলতি মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। শেফিল্ডে যোগ দিয়েই যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে কখনো ডিফেন্সিভ মিডফিল্ড, কখনো রাইটব্যাক, প্রতিটি পজিশনেই খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে।
এমন পারফরম্যান্সেই টানা দ্বিতীয়বারের মতো স্কাই স্পোর্টসের বর্ষসেরা ব্রিটিশ-দক্ষিণ এশীয় একাদশে জায়গা পেয়েছেন হামজা। এই একাদশ তৈরি করেছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং দক্ষিণ এশীয় ফুটবলার স্কাউট জোহাইব রশিদ। ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে বাছাই করা হয় একাদশ।
৪-৩-৩ ফর্মেশনের এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে হামজা রয়েছেন মিডফিল্ডের কেন্দ্রীয় ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল) এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল (এফসি উট্রেখট)।