বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
Published: 13th, May 2025 GMT
নতুন যাত্রায় নামছে পাকিস্তানের সাদা বলের ক্রিকেট। অনিয়ম, অভিজ্ঞতা আর ব্যর্থতার দোলাচলে দিশেহারা হয়ে এবার সামনে এগিয়ে যেতে চাইছে তারা। আর সেই পথের সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ কোচ মাইক হেসনকে। চলতি মাসের ২৬ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন পাকিস্তান জাতীয় দলের কোচিং অধ্যায়। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে তার এই নতুন মিশন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে তারা এমন একজনকে চেয়েছেন যিনি অভিজ্ঞ এবং সফল। হেসন সেই মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ। শুধু জাতীয় দলই নয়, ভবিষ্যৎ প্রতিভা তৈরির দায়িত্বও নতুন করে সাজাচ্ছে বোর্ড। হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে এক সময়ের গতি দানব আকিব জাভেদকে।
দুজনকেই বেছে নেওয়া হয়েছে বহু প্রার্থী থেকে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আরো পড়ুন:
যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত-পাকিস্তানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ভারতে ইউটিউবে বন্ধ যমুনাসহ বাংলাদেশি চার টিভি চ্যানেল
মাইক হেসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিউ জিল্যান্ডের ডাগআউটে থেকেই তিনি দলকে পৌঁছে দিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে। এছাড়া, কেনিয়া জাতীয় দল ও পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের সাথেও কাজ করেছেন তিনি।
এবার তার সামনে বড় চ্যালেঞ্জ বিশ্বমঞ্চে আবারও পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। অন্যদিকে, আকিব জাভেদ হাই পারফরম্যান্স ইউনিটে তরুণদের তৈরি করবেন আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য।
সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে যেন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়—যেখানে প্রত্যাশা, পরিকল্পনা আর অভিজ্ঞতার ছোঁয়ায় বদলে যেতে পারে তাদের সাদা বলের ভবিষ্যৎ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত