খুলনার দাকোপ ও চালনা বিএনপির কমিটি বিলুপ্ত, পৌরসভা আহ্বায়ক বহিষ্কার
Published: 13th, May 2025 GMT
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে খুলনার চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দলকে সুসংগঠিত করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় খুলনা নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, “কোনো ব্যক্তি বিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
আরো পড়ুন:
টাঙ্গাইলে বিএনপির একাংশের বিক্ষোভ, উত্তেজনা
আ.
দলীয় সূত্র জানায়, সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন ও বিএনপি নেতা আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার এবং মোজাফফর হোসেনকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার সাংগঠনিক টিমে সম্পৃক্ত করা হয়েছে।
সভায় গত সোমবার দাকোপে ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
খুলনার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৯ জন আহত হন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চালনা পৌর এলাকার চালনা বাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ উপজ ল প রসভ
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।