দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ফোর-জি সেবায় ৪৫ মি‌নিট বিঘ্ন ঘটেছে।

বুধবার বিকেল সাড়ে চারটার পর থেকে গ্রামীণফোন ব্যবহারকারী গ্রাহকেরা অনেকেই নিজেদের ফোনে ফোর-জি নেটওয়ার্ক পাচ্ছিলেন না। পরে সোয়া পাঁচটার দিকে ফোর-জি ব্যবহার করা যাচ্ছে বলে জানায় গ্রাহকেরা।

এ বিষয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, কিছু কারিগরি সমস্যার কারণে আমাদের গ্রাহকরা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সেবা পেতে দুর্ভোগে পড়েন। আমাদের কারিগরি দল ইতোমধ্যে দ্রুততার সঙ্গে সমস্যাটির সমাধান করেছে। সাময়িক এই বিঘ্নের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয় রাজনৈতিক দলগুলোকে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ