মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক গ্রেপ্তার
Published: 15th, May 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আবু সামস (১২) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু জাফরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের তালিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় তাকে মারধর করা হয়।
আবু সামস উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় পাঠিয়েছে।
আবু সামসের বাবা জানান, আমার ছেলে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সকালবেলা পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু জাফর তাকে বেধড়ক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। শুধু মুখস্থ পড়া না পারার কারণে এমন নির্যাতন কোনোভাবে মেনে নেয়া যায় না। তিনি এ ঘটনার বিচার চান। তিনি বিষয়টি লিখিতভাবে কালীগঞ্জ থানায় জানিয়েছেন।
আরো পড়ুন:
চেম্বারে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/সোহাগ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি