জাতীয় সংগীত দিয়ে শুরু হলো ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি
Published: 16th, May 2025 GMT
সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীত পরিবেশ করা হয়।
‘সমতার দাবিতে আমরা’ স্লোগানের এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। বেলা দুইটা থেকে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে তাঁদের এই কর্মসূচিতে অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে দেখা যায়।
বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, হিল উইমেনস ফেডারেশন, আদিবাসী ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ নারী জোট, নারী সংহতি, ছাত্রফ্রন্ট (মার্কসবাদী), তীরন্দাজ, শ্রমিক অধিকার আন্দোলন প্রভৃতি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি হচ্ছে। পাশাপাশি নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ জানাতে কর্মসূচি হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল
ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে।
আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদাহ গভর্নরেটের আস-সালিফ বন্দরে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানিয়েছে, হোদেইদাহর পাশাপাশি রাস ইসার বন্দরগুলোতেও হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলি বাহিনী হুতি নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোতে ‘আক্রমণ করেছে এবং মারাত্মকভাবে ক্ষতি’ করেছে।
কাটজ বলেছেন, “যদি হুতিরা ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তবে তারা যন্ত্রণাদায়ক আঘাত ভোগ করবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এসব হামলা ‘শুরু মাত্র।’
তিনি বলেছেন, “আমরা চুপ করে বসে থাকব না এবং হুতিদের আমাদের ক্ষতি করতে দেব না। আমরা তাদের উপর আরো জোর দিয়ে আক্রমণ করব, যার মধ্যে তাদের নেতৃত্ব এবং আমাদের উপর আক্রমণ করার জন্য তাদের সক্ষম সব অবকাঠামোও অন্তর্ভুক্ত।”
ঢাকা/শাহেদ