বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা উঠে এসেছেন যে প্ল্যাটফর্ম থেকে, সেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ আবারও ফিরছে নতুন রূপে, নতুন স্বপ্ন নিয়ে।

দীর্ঘ সাত বছর বিরতির পর আবার শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের যাত্রা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিংকে গিয়ে।

নতুন মৌসুমে প্রতিযোগিতার ফরম্যাটে আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া। এবার শুধু অভিনয় বা স্টাইল নয়— মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। প্রতিযোগীরা নিজের ভেতরের শিল্পীকে যেমন ফুটিয়ে তুলবেন, তেমনি তাদের ডিজিটাল সক্ষমতাও থাকবে পরীক্ষার আওতায়।

এবারের সবচেয়ে বড় চমক বিচারক প্যানেলেই। বিচারকের আসনে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ছোটপর্দার মেহজাবীন চৌধুরী এবং তরুণ নির্মাতা রায়হান রাফী। শুধু বিচারক নয়, তারা থাকবেন মেন্টর হিসেবেও, তরুণ প্রতিযোগীদের পথ দেখাবেন স্বপ্নের ভুবনে এগিয়ে যেতে।

প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে সাবেক লাক্স তারকারা বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া এবং নীলাঞ্জনা নীলাকে। যেন পুরোনো তারকা আর নতুন সম্ভাবনার এক মিলনমেলা।

২০০৫ সালে যাত্রা শুরু করা ‘লাক্স সুপারস্টার’ আয়োজনটি ২০১০ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হয়। এরপর অনিয়মিতভাবে ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালের আসরে বিজয়ী হন মিম মানতাসা।

শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান। এবার কারা উঠবেন আলো ঝলমলে দুনিয়ায়, কারা হবেন আগামী দিনের ‘লাক্স সুপারস্টার’ জানার অপেক্ষায় গোটা বিনোদনপাড়া!
 

ঢাকা/রাহাত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। ফলে বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এনবিআর সূত্র জানায়, সন্তানের চিকিৎসা করাতে ছুটি নিয়ে থাইল্যান্ড যান তানজিনা। সেখান থেকে দেশে না ফিরে তিনি অস্ট্রেলিয়া যান এবং এখন পর্যন্ত ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত, ছুটি না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল এনবিআর।

সূত্র আরও জানায়, অস্ট্রেলিয়া পড়তে গিয়ে তানজিনা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য পিআর (পারমানেন্ট রেসিডেন্ট) পেয়েছেন। এর পর দেশে এসে একবার জিপি ফান্ডসহ অন্যান্য টাকা তুলে নিয়ে আবারও তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সেই মেয়েরাই এখন গোলে ভাসাচ্ছেন প্রতিপক্ষকে
  • এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত
  • জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত
  • ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রত্ব না থাকা শিক্ষার্থীরা
  • বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি পরিসংখ্যান