এক সময় টেলিভিশনের পর্দা খুললেই চোখে পড়ত তার মুখ। নাটক, টেলিছবি, বিজ্ঞাপন—সবখানেই ছিল নিয়মিত উপস্থিতি। বলছি, তানজিন তিশার কথা। এখন আর তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। তবে যখনই পর্দায় আসেন দর্শকের জন্য ভিন্ন কিছু উপহার দেন।
শুক্রবার এক পুরস্কার অনুষ্ঠানে দেখা মিলল তানজিন তিশার। পরিপাটি সাজ, আত্মবিশ্বাসী হাসি আর পরিণত চিন্তাধারায় যেন আরও পরিপক্ব একজন শিল্পী। সেখানেই তিনি জানালেন তার বর্তমান কাজের দর্শন- ‘‘বেশি কাজ নয়, মানসম্মত কাজ করতে চাই।’’
এই কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক অনুশীলন, অনেক অভিজ্ঞতা, অনেক ব্যথা আর ভালোবাসা। তিশার কথায়, “আমরা যারা অভিনয়শিল্পী, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে কোনো কাজ যদি আলাদা করে দর্শকের মনে দাগ কাটে, প্রশংসা পায় তবেই সার্থকতা। ‘ঘুমপরী’ ঠিক তেমনই একটি কাজ। এই ফিল্মটি করে আমি নিজের ভেতরেও নতুন কিছু আবিষ্কার করেছি।’’
‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পায় গত ২০ ফেব্রুয়ারি। প্রীতম হাসানের সঙ্গে রসায়ন, গল্পের নতুনত্ব— সব মিলিয়ে দর্শক প্রশংসা করেন কাজটির। তিশার কণ্ঠে এখনও এই কাজের রেশ। তিনি বলেন, “বলতে পারেন, আমি এখনো ‘ঘুমপরী’ থেকে পুরোপুরি বের হতে পারিনি।”
তবে এখন আর কাজের সংখ্যায় দৌড়ান না তিনি। গল্প ভালো না লাগলে ‘না’ করে দেন। আগে পরিকল্পনা করেন, ভেতর থেকে চরিত্রটিকে অনুভব করেন, তারপর যুক্ত হন। তিশা বলেন, “আমি চেষ্টা করি কম কাজ করতে, কিন্তু সেই কাজগুলো যেন দর্শকের মনে থাকে। ঈদের জন্য যেসব কাজ করেছি, সেগুলোর মান নিয়ে আমি সন্তুষ্ট। আশাকরি দর্শকরাও তেমন কিছু পাবে।”
এই নতুন তিশা চিন্তাশীল, পরিণত, আত্মবিশ্বাসী। তিনি জানেন, প্রতিটি কাজই শিল্পীর জীবনের অংশ। তাই সেটি হতে হবে মন ছুঁয়ে যাওয়ার মতো।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস