আড়াইহাজারে মোকারমের পরিবারকে তারেক রহমানের পক্ষে আজাদের আর্থিক সহায়তা
Published: 17th, May 2025 GMT
আড়াইহাজারে বজ্রপাতে নিহত বিএনপির কর্মী মোকারমের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
শনিবার বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মোল্লাপাড়ায় নিহত বিএনপির কর্মী মোকাররমের পরিবারের কাছে নগদ ১ লাখ টাকা প্রদান করেন তিনি। এ সময় তিনি মোকাররমের পরিবারের খোঁজ খবর নেন ও ভবিষ্যতে মোকারমের পরিবারের পশে থাকার কথা বলেন।
তিনি আরও বলেন, মোকাররম বিগত দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশনিয়ে আমাদের ঋণী করে গেছেন আমরা তার অবদানের কথা ভুলবো না।
উল্লেখ্য নিহত মোকাররম মোল্লা (৪৩) উপজেলার দ্প্তুারা ইউনিয়নের পাঁচগাও মোল্লাপাড়া এলাকার উকিল মোল্লার ছেলে। গত ১৪ মে বুধবার বিকেলে ঝড় বৃষ্টির সময় বাড়ীর সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সে নিহত হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র ম ক ররম
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।