ঢাকার সাভারে চোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে তিন ঘণ্টাব্যাপী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে রাস্তার পাশের মেহগনি গাছে বেঁধে মারধর করেন তারা।

রাত ৮টার দিকে সাভার মডেল থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। 

পুলিশ জানিয়েছে, অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তার বাবা কমল কান্তি দে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে আশ্রয় নেয়ায় এক রোগীর স্বজন তাকে চোর সন্দেহে মারধর শুরু করেন এবং স্থানীয় যুবকদের হাতে তুলে দেন। এরপর তাকে গাছে বেঁধে মারধরের পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়া হয় এবং পরনের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে কিছু জানায়নি বলে অভিযোগ করেছেন সাভার থানার ওসি মো.

জুয়েল মিয়া।

ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেন এসআই চম্পক বড়ুয়া। তিনি বলেন, ‘‘গণমাধ্যমকর্মীদের তথ্যের ভিত্তিতে আমরা ওই যুবককে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার তদন্ত চলছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’’

হাসপাতালের দায়িত্বরত জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আবিদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ তাদের জানায়নি। 

ঢাকা/সাব্বির/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বকক

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ