সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন
Published: 18th, May 2025 GMT
ঢাকার সাভারে চোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে তিন ঘণ্টাব্যাপী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে রাস্তার পাশের মেহগনি গাছে বেঁধে মারধর করেন তারা।
রাত ৮টার দিকে সাভার মডেল থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
পুলিশ জানিয়েছে, অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তার বাবা কমল কান্তি দে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে আশ্রয় নেয়ায় এক রোগীর স্বজন তাকে চোর সন্দেহে মারধর শুরু করেন এবং স্থানীয় যুবকদের হাতে তুলে দেন। এরপর তাকে গাছে বেঁধে মারধরের পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়া হয় এবং পরনের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে কিছু জানায়নি বলে অভিযোগ করেছেন সাভার থানার ওসি মো.
ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেন এসআই চম্পক বড়ুয়া। তিনি বলেন, ‘‘গণমাধ্যমকর্মীদের তথ্যের ভিত্তিতে আমরা ওই যুবককে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার তদন্ত চলছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’’
হাসপাতালের দায়িত্বরত জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আবিদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ তাদের জানায়নি।
ঢাকা/সাব্বির/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
যারা জিতবে, তারা উঠবে প্লে-অফে। যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। পিএসএলে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির এমন সমীকরণ লড়াইটিকে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’ বানিয়ে ফেলে। এমন এক ম্যাচ দিয়েই দুই বছর পর পাকিস্তান সুপার লিগে প্রত্যাবর্তন সাকিব আল হাসানের। বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়েই আজ ম্যাচটি খেলেছে লাহোর কালান্দার্স। আর পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। অবশ্য প্রথম এলিমিনেটরে খেলতে হবে লাহোরকে।
দুই বছর পর পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন ম্যাচটি হতে পারবে কি না, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। রাওয়ালপিন্ডিতে প্রথম ধূলি-ঝড় ও পরে বজ্র-বৃষ্টিতে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। আবহাওয়া শান্ত হওয়ার পর যখন খেলা শুরু হলো ম্যাচটি হয়ে গেছে ১৩ ওভারের।
টসে জিতে সাকিবের লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার। লাহোর ১৩ ওভারে করে ৮ উইকেটে ১৪৯ রান। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো পেশোয়ার ১৩ ওভারে করতে পারে ৮ উইকেটে ১২৩ রান। সাতে নেমে ১৪ বলে সর্বোচ্চ ২৬ রান করেন ড্যানিয়েল স্যামস। নয়ে নেমে ১৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আহমেদ দানিয়াল। সাকিব ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। এর আগে লাহোরের ওপেনার ফখর জামান ৩৬ বলে করেছেন সর্বোচ্চ ৬০ রান। সাকিব ব্যাটিংয়ে নামেন ১১তম ওভারে। তবে প্রথম বলেই আউট হয়ে গেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রথম বলেই বোল্ড হয়েছেন সাকিব আল হাসান