হাঁটুর বয়সি নায়িকাকে চুমু, সমালোচনার মুখে কমল হাসান
Published: 19th, May 2025 GMT
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান। তাকে নিয়ে গুণী পরিচালক মণি রত্নম নির্মাণ করেছেন ‘থাগ লাইফ’। সিনেমাটিতে ২৮ বছরের ছোট তৃষা কৃষ্ণানের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা।
গত ১৭ মে মুক্তি পেয়েছে ‘থাগ লাইফ’ সিনেমার ট্রেইলার। তাতে হাঁটুর বয়সি তৃষাকে চুমু খেতে দেখা যায়। ট্রেইলার দেখে নেটিজেনদের বড় অংশ প্রশংসা করছেন। তবে কমল-তৃষার চুমুর দৃশ্য নিয়ে অনেকে অস্বস্তিতে পড়েছেন। কেউ কেউ কড়া ভাষায় সমালোচনাও করছেন।
একজন লেখেন, “একজন বৃদ্ধ যদি যুবতীর প্রেমে পড়ে তাহলে কিছু বলার থাকে না। কিন্তু একজন বৃদ্ধ যদি তরুণের মতো ভাণ করে তাহলে অদ্ভুত লাগে।” অন্য একজন লেখেন, “ট্রেইলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম।”
আরো পড়ুন:
মদ্যপ খলনায়ক গ্রেপ্তার
পাকিস্তানে ভারতের হামলা: তারকারা কী বলছেন?
একজন রসিকতা করে লেখেন, “মাত্র ৩০ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী! এটা কি ভাই?” আরেকজন কমল হাসানের কন্যা শ্রুতির বয়স টেনে লেখেন, “তৃষা শ্রুতির চেয়ে মাত্র তিন বছরের বড়, হাঁটুর বয়সি একটি মেয়ের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করা কীভাবে সম্ভব?”
তবে কেউ কেউ কমল হাসানের পক্ষে অবস্থান নিয়েছেন। একজন লেখেন, “চরিত্রের খাতিরে সবকিছুই করতে হয়। গল্পে স্পষ্টভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার একজন কম বয়সি নারীর প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি যথাযথ।”
আলোচিত ‘থাগ লাইফ’ সিনেমায় আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে মণি রত্নম ও কমল হাসান ৩৭ বছর পর একসঙ্গে কাজ করেছেন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কমল হ স ন র বয়স
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স