ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে লাখো মানুষের জমায়েত। সবার চোখেমুখে উচ্ছ্বাস। সমস্বরে তাঁরা বলে উঠলেন, ‘ভিভা এল পাপা’—অর্থ ‘পোপ দীর্ঘজীবী হোন।’ এমন শুভকামনার মধ্যেই ভক্তদের মধ্যে হাজির হলেন পোপ লিও চতুর্দশ। ভাষণে সোচ্চার হলেন দরিদ্রদের নিয়ে। প্রার্থনা করলেন গাজার জন্য। বললেন চার্চের একতার কথা।

এ চিত্র রোববারের। এদিন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ২৬৭তম পোপ বা ধর্মগুরু হিসেবে অভিষেক হয়েছে লিও চতুর্দশের। এ উপলক্ষেই ছিল ওই জমায়েত। ‘কনক্লেভ’ নামে পরিচিত বিরাট এক আয়োজনের মধ্য দিয়ে ৮ মে নির্বাচিত হন তিনি। এর আগে গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের।

পোপ লিও রোববার সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হন বিশেষভাবে তৈরি একটি গাড়িতে। সেখানে সাধারণ ক্যাথলিক খ্রিষ্টান ছাড়াও ছিলেন দেড় শটির বেশি দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র থেকে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছিলেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হাত মেলান পোপ।

অভিষেক জমায়েতে পোপের ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। কারণ, দায়িত্ব পালনের সময় তিনি কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, তার ইঙ্গিত পাওয়া যায় সেখান থেকে। গতকাল ভাষণে ক্যাথলিক চার্চগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে পোপ বলেন, চার্চে ‘ধর্মীয় অপপ্রচারের’ কোনো জায়গা নেই। ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে কেউ টিকতে পারবে না।

যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ হিসেবে দায়িত্ব নিয়েছেন লিও। গতকাল ভাষণের একপর্যায়ে প্রয়াত পোপ ফ্রান্সিসের বিনয়ের কথা স্মরণ করেন তিনি। পোপ বলেন, নিজের কোনো যোগ্যতার কারণে ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হননি তিনি। বরং ক্যাথলিক খ্রিষ্টানদের একজন ‘ব্রাদার’ হিসেবে এই দায়িত্ব পালন করতে চান। তিনি তাঁদের ধর্মীয় বিশ্বাসের সেবক হতে চান।

আরও পড়ুনঅভিবাসী পরিবারের সন্তান কে এই নতুন পোপ চতুর্দশ লিও, তাঁর দৃষ্টিভঙ্গি কেমন০৯ মে ২০২৫

অভিষেক অনুষ্ঠানে ক্যাথলিক ধর্মগুরু হিসেবে পোপ লিওর কাছে সঁপে দেওয়া হয় বিভিন্ন প্রতীক। এগুলো পোপের আধ্যাত্মিক নেতৃত্ব ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। এর মধ্যে ছিল ‘পেলিয়াম’। ভেড়ার পশম দিয়ে তৈরি বিশেষ পোশাক এটি। এ ছাড়া ছিল বিশেষ একটি আংটি। সেন্ট পিটারের ছবিসংবলিত এই আংটিটি ‘ফিশারম্যানস রিং’ নামে পরিচিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃথিবীর সম্পদ দখল করে এবং দরিদ্রদের আরও দূরে ঠেলে দেয়—এমন অর্থনৈতিক ব্যবস্থার নিন্দা জানান পোপ লিও। আহ্বান জানান ইউক্রেনে ‘স্থায়ীভাবে’ শান্তি প্রতিষ্ঠার। প্রার্থনা করেন ফিলিস্তিনের গাজার জন্য। পোপ বলেন, উপত্যকাটিতে বসবাস করা ‘শিশু, পরিবার, বৃদ্ধ এবং হামলা থেকে বেঁচে যাওয়া মানুষদের অনাহারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

আরও পড়ুনভ্যাটিকানে কেন একজন আমেরিকান পোপ১৭ মে ২০২৫আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেটে ফের করোনাক্রান্ত রোগীর মৃত্যু

সিলেটে পাঁচ দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। সিলেটে এনিয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।

বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান বলেন, “৮০ বছর বয়সী ওই ব্যক্তি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।”

এদিকে, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।

ঢাকা/নূর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • আমাজনের বৃষ্টিবনে
  • দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
  • ‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
  • বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
  • শুল্ক ছাড়া বিদেশ থেকে ফেরার সময় বছরে আনা যাবে একটি ফোন
  • ব্যাগেজ রুলস সংশোধন: শুল্ক ছাড়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার আনা যাবে
  • করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, আক্রান্ত ২৭
  • শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের
  • নোয়াখালীতে করোনায় চলতি বছরের প্রথম মৃত্যু
  • সিলেটে ফের করোনাক্রান্ত রোগীর মৃত্যু