অভিষেকে দরিদ্রদের পক্ষে সোচ্চার হলেন পোপ লিও
Published: 18th, May 2025 GMT
ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে লাখো মানুষের জমায়েত। সবার চোখেমুখে উচ্ছ্বাস। সমস্বরে তাঁরা বলে উঠলেন, ‘ভিভা এল পাপা’—অর্থ ‘পোপ দীর্ঘজীবী হোন।’ এমন শুভকামনার মধ্যেই ভক্তদের মধ্যে হাজির হলেন পোপ লিও চতুর্দশ। ভাষণে সোচ্চার হলেন দরিদ্রদের নিয়ে। প্রার্থনা করলেন গাজার জন্য। বললেন চার্চের একতার কথা।
এ চিত্র রোববারের। এদিন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ২৬৭তম পোপ বা ধর্মগুরু হিসেবে অভিষেক হয়েছে লিও চতুর্দশের। এ উপলক্ষেই ছিল ওই জমায়েত। ‘কনক্লেভ’ নামে পরিচিত বিরাট এক আয়োজনের মধ্য দিয়ে ৮ মে নির্বাচিত হন তিনি। এর আগে গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের।
পোপ লিও রোববার সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হন বিশেষভাবে তৈরি একটি গাড়িতে। সেখানে সাধারণ ক্যাথলিক খ্রিষ্টান ছাড়াও ছিলেন দেড় শটির বেশি দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র থেকে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছিলেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হাত মেলান পোপ।
অভিষেক জমায়েতে পোপের ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। কারণ, দায়িত্ব পালনের সময় তিনি কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, তার ইঙ্গিত পাওয়া যায় সেখান থেকে। গতকাল ভাষণে ক্যাথলিক চার্চগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে পোপ বলেন, চার্চে ‘ধর্মীয় অপপ্রচারের’ কোনো জায়গা নেই। ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে কেউ টিকতে পারবে না।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ হিসেবে দায়িত্ব নিয়েছেন লিও। গতকাল ভাষণের একপর্যায়ে প্রয়াত পোপ ফ্রান্সিসের বিনয়ের কথা স্মরণ করেন তিনি। পোপ বলেন, নিজের কোনো যোগ্যতার কারণে ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হননি তিনি। বরং ক্যাথলিক খ্রিষ্টানদের একজন ‘ব্রাদার’ হিসেবে এই দায়িত্ব পালন করতে চান। তিনি তাঁদের ধর্মীয় বিশ্বাসের সেবক হতে চান।
আরও পড়ুনঅভিবাসী পরিবারের সন্তান কে এই নতুন পোপ চতুর্দশ লিও, তাঁর দৃষ্টিভঙ্গি কেমন০৯ মে ২০২৫অভিষেক অনুষ্ঠানে ক্যাথলিক ধর্মগুরু হিসেবে পোপ লিওর কাছে সঁপে দেওয়া হয় বিভিন্ন প্রতীক। এগুলো পোপের আধ্যাত্মিক নেতৃত্ব ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। এর মধ্যে ছিল ‘পেলিয়াম’। ভেড়ার পশম দিয়ে তৈরি বিশেষ পোশাক এটি। এ ছাড়া ছিল বিশেষ একটি আংটি। সেন্ট পিটারের ছবিসংবলিত এই আংটিটি ‘ফিশারম্যানস রিং’ নামে পরিচিত।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃথিবীর সম্পদ দখল করে এবং দরিদ্রদের আরও দূরে ঠেলে দেয়—এমন অর্থনৈতিক ব্যবস্থার নিন্দা জানান পোপ লিও। আহ্বান জানান ইউক্রেনে ‘স্থায়ীভাবে’ শান্তি প্রতিষ্ঠার। প্রার্থনা করেন ফিলিস্তিনের গাজার জন্য। পোপ বলেন, উপত্যকাটিতে বসবাস করা ‘শিশু, পরিবার, বৃদ্ধ এবং হামলা থেকে বেঁচে যাওয়া মানুষদের অনাহারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
আরও পড়ুনভ্যাটিকানে কেন একজন আমেরিকান পোপ১৭ মে ২০২৫আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত