বাহুবলে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক নিহত
Published: 19th, May 2025 GMT
হবিগঞ্জ জেলার বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা দুই বাসের চালক। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ জন।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘‘সিলেট থেকে ঢাকামুখী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন ১০ যাত্রী। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ও আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহত দুই চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
আরো পড়ুন:
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
উখিয়ায় পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।
শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।
এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।
ঢাকা/এনটি/ইভা