১১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই মামলা, প্রধান আসামি এস আলম
Published: 19th, May 2025 GMT
নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে প্রধান আসামি করে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।
দুদক সূত্র জানায়, প্রথম মামলায় ‘মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল’-এর নামে ৫৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে সাইফুল আলমসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ‘মেসার্স হুদা এন্টারপ্রাইজ’-এর নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়, যাতে ৩১ জন আসামি। কয়েকজন দুটি মামলাতেই আসামি।
এজাহারে বলা হয়, ভুয়া কাগজপত্র ও নানা অনিয়মের মাধ্যমে ঋণ অনুমোদন করানো হয়। এমনকি কোনো টাকা পরিশোধ না করেও বিনিয়োগ সীমা বাড়িয়ে ২০২৩ সালে ৪৫০ কোটি টাকা পর্যন্ত বিতরণ করা হয়।
দুদক জানায়, আত্মসাৎ করা অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরের পর এস আলম গ্রুপের কয়েকটি কোম্পানির হিসাবে পৌঁছে দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোবিপ্রবিতে পূবালী ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী নোবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের নোয়াখালী অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
এ সময় নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/সাইফ