কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে বরগুনার বামনা উপজেলার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়। পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ

তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন, আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। 

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার রাইজিংবিডিকে বলেন, “ঘটনাস্থলগুলো ঘুরে দেখেছি। রাতের আঁধারে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছিল। সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওইসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান অব্যাহত আছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গ্রিস থেকে গ্যাস আমদানিতে সম্মত ইউক্রেন: জেলেনস্কি

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। যার ফলে দেশটির জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ ও তাপ উৎপাদন ক্ষমতা শূন্যের কাছাকাছি পৌঁছেছে এবং বিভিন্ন শহরে ব্ল্যাকআউট দেখা দিয়েছে। শীত আসার সাথে সাথে এই হামলাগুলো মানবিক সংকট আরো বাড়িয়ে তুলছে। 

পরিস্থিতি মোকাবিলায় রবিবার (১৬ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্রিস থেকে গ্যাস আমদানির ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

আরো পড়ুন:

ইউক্রেনের হামলা: নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, “"আজ, আমরা ইউক্রেনের জন্য গ্যাসের বিষয়ে গ্রীসের সঙ্গে একটি চুক্তি প্রস্তুত করেছি, যা শীতের জন্য যতটা সম্ভব আমদানি নিশ্চিত করার জন্য আরেকটি গ্যাস সরবরাহ রুট হবে।” 

তিনি জানান, “গ্যাস আমদানির জন্য অর্থায়নের জন্য আমাদের ইতিমধ্যেই চুক্তি রয়েছে। রাশিয়ান হামলার ফলে ইউক্রেনীয় উৎপাদনে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য আমরা গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় প্রায় ২ বিলিয়ন ইউরো (২.৩ বিলিয়ন ডলার) কভার করব।”

রবিবার গ্রিসে সফর শুরু করার আগে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। জেলেনস্কি গ্রিস থেকে ফ্রান্স এবং স্পেন সফর করবেন।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের চতুর্থ বছরে রাশিয়া বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং গ্যাস উৎপাদন সুবিধার উপর হামলা জোরদার করেছে।

জেলেনস্কি বলেন, “কিয়েভ ইউরোপীয় কমিশনের গ্যারান্টির অধীনে ইউরোপীয় অংশীদার এবং ব্যাংকগুলোর পাশাপাশি ইউক্রেনীয় ব্যাংকগুলো থেকে গ্যাস আমদানির জন্য তহবিল বরাদ্দ করেছে, পাশাপাশি পূর্ণ অর্থায়ন নিশ্চিত করার জন্য মার্কিন অংশীদারদের সঙ্গেও কাজ করছে।”

গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের দাবির অন্যতম প্রধান সমর্থক। গ্রিস ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর ইউক্রেনকে স্বীকৃতি দেয় এবং উভয় দেশ ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ