পাকিস্তান সফরে কটি ম্যাচ খেলবে বাংলাদেশ, জানাল বিসিবি
Published: 20th, May 2025 GMT
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনিশ্চয়তা কেটে গেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকেই দোটানার শুরু, সিরিজটি আদৌ হবে কি না বা হলেও কত ম্যাচ, তা নিয়ে চলছিল নানা আলোচনা। তবে এবার সিরিজটির ভাগ্য ঠিক হয়েছে।
পিসিবির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে তিন ম্যাচ। গতকাল রাতে শারজাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ৷ সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল। এরপর বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সেখানেই।
বাংলাদেশ দল এখন আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে দুই ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও পরে একটি ম্যাচ বাড়ানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান