অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে নোবেলকে আদালতে হাজির করা হয়। ৩টা ৫ মিনিটে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হন। ৩টা সাত মিনিটে বিচারক এজলাসে এসে বিচারিক কার্যক্রম শুরু করেন।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে নোবেলের আইনজীবী বলেন, ঘটনার সময় নোবেল ও মামলার বাদী স্বামী স্ত্রী ছিল। এবং মামলার বাদী নোবেলের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করেন নোবেলের আইনজীবী। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
জানা গেছে, ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন?’
পটুয়াখালী বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে পাঠানোর হুমকি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেছেন, ‘‘আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন? আমি আপনার ফোন ধরতে বাধ্য না।’’
বাউফল গার্লস স্কুলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাউফল উপজেলা শাখার যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলাকালে গতকাল সোমবার (১৯ মে) দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, সোমবার ওই বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ জানাতে গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার তিন দফায় তার কার্যালয়ে যান সাংবাদিক সোহেলসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
তবে তাকে না পেয়ে তিন দফাই তারা ফেরত আসেন। এছাড়া প্রতিবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় ফোন করলেও ইউএনও ফোন কেটে দেন। শেষ পর্যন্ত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সরাসরি ইউএনওকে আমন্ত্রণ জানানোর পর তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানেই ইউএনও ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সোহেলকে জেলে পাঠানোর হুমকি দেন।
বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপিত ও সাংবাদিক সোহেল বলেন, “সোমবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতার স্থানে এসে ইউএনও আমিনুল ইসলাম আয়োজক কমিটির সভাপতির কাছে কৈফিয়ত চান, কেন তাকে পূর্বে অবহিত করা হয়নি। তাঁর প্রশ্নের জবাবে আমি বলি, আপনাকে একাধিকবার কার্যালয়ে গিয়ে পাইনি। এমনকি আপনাকে তিনদিন বিভিন্ন সময় ফোন করেছি আপনি রিসিভ করেননি। এতে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে যান।”
এসময় ইউএনও আমিনুল ইসলাম আরও বলেন, “আপনারা একটা অ্যারেজমেন্ট করতেছেন ইউএনও জানে না। আপনারা কিসের অ্যারেজমেন্ট করতেছেন? আশ্চর্য ব্যাপার! ইউএনওকে অবহিত না করে আপনাকে এ আয়োজন করার এখতিয়ার কে দিয়েছে?’’
এসময় ওই সাংবাদিক জবাব দেন, ‘‘আপনাকে আমন্ত্রণের জন্য আপনার কমপ্লেক্সে তিনদিন যাওয়া হয়েছে। কিন্তু আপনাকে পাইনি।’’
জবাবে ইউএনও বলেন, “উপজেলা কমপ্লেক্সে কে গেছে? কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন? আমার বাংলো একটা অফিস।’’
এমন প্রশ্নে সাংবাদিক সোহেল বলেন, ‘‘আপনার বাংলোতে কাউকে ঢুকতে দেওয়া হয় না।” এর জবাবে ইউএনও বলেন, ‘‘বাংলোতে যখন অ্যালাউ করব তখন ঢুকবেন। আপনারা প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে মনে করছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন? আমি আপনার ফোন ধরতে বাধ্য না। আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ফোন দিলে আমি ধরব কেন?’’
এসময় সোহেল বলেন, ‘‘আপনি ফোনই ধরলেন না, তাহলে ব্যক্তিগত স্বার্থ, নাকি রাষ্ট্রীয় কোনো কাজ বুঝলেন কীভাবে? আপনি একজন কৃষকের ফোনও ধরতে বাধ্য।’’
এরপর ইউএনও আমিনুল আবার বলেন, ‘‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর, মালিককেও শাস্তি দিতে পারি।’’
তখন সোহেল বলেন, ‘‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’’
এসময় ইউএনও খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে তার পিয়ন দিয়ে ভয়ভীতিও দেখান। ওই সাংবাদিককে দেখা করে ‘সরি’ বলতে চাপ প্রয়োগ করেন ইউএনওর গাড়ি চালক।
এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেনি।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আমার কাছে এ ব্যাপারে কোনো তথ্য এখনও আসেনি। তথ্য পেলে মন্তব্য করতে পারব।”
ঢাকা/ইমরান/এস