পটুয়াখালী বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে পাঠানোর হুমকি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেছেন, ‘‘আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন? আমি আপনার ফোন ধরতে বাধ্য না।’’

বাউফল গার্লস স্কুলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাউফল উপজেলা শাখার যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলাকালে গতকাল সোমবার (১৯ মে) দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, সোমবার ওই বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ জানাতে গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার তিন দফায় তার কার্যালয়ে যান সাংবাদিক সোহেলসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। 

তবে তাকে না পেয়ে তিন দফাই তারা ফেরত আসেন। এছাড়া প্রতিবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় ফোন করলেও ইউএনও ফোন কেটে দেন। শেষ পর্যন্ত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সরাসরি ইউএনওকে আমন্ত্রণ জানানোর পর তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানেই ইউএনও ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সোহেলকে জেলে পাঠানোর হুমকি দেন।

বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপিত ও সাংবাদিক সোহেল বলেন, “সোমবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতার স্থানে এসে ইউএনও আমিনুল ইসলাম আয়োজক কমিটির সভাপতির কাছে কৈফিয়ত চান, কেন তাকে পূর্বে অবহিত করা হয়নি। তাঁর প্রশ্নের জবাবে আমি বলি, আপনাকে একাধিকবার কার্যালয়ে গিয়ে পাইনি। এমনকি আপনাকে তিনদিন বিভিন্ন সময় ফোন করেছি আপনি রিসিভ করেননি। এতে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে যান।”

এসময় ইউএনও আমিনুল ইসলাম আরও বলেন, “আপনারা একটা অ্যারেজমেন্ট করতেছেন ইউএনও জানে না। আপনারা কিসের অ্যারেজমেন্ট করতেছেন? আশ্চর্য ব্যাপার! ইউএনওকে অবহিত না করে আপনাকে এ আয়োজন করার এখতিয়ার কে দিয়েছে?’’

এসময় ওই সাংবাদিক জবাব দেন, ‘‘আপনাকে আমন্ত্রণের জন্য আপনার কমপ্লেক্সে তিনদিন যাওয়া হয়েছে। কিন্তু আপনাকে পাইনি।’’ 

জবাবে ইউএনও বলেন, “উপজেলা কমপ্লেক্সে কে গেছে? কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন? আমার বাংলো একটা অফিস।’’

এমন প্রশ্নে সাংবাদিক সোহেল বলেন, ‘‘আপনার বাংলোতে কাউকে ঢুকতে দেওয়া হয় না।” এর জবাবে ইউএনও বলেন, ‘‘বাংলোতে যখন অ্যালাউ করব তখন ঢুকবেন। আপনারা প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে মনে করছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন? আমি আপনার ফোন ধরতে বাধ্য না। আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ফোন দিলে আমি ধরব কেন?’’

এসময় সোহেল বলেন, ‘‘আপনি ফোনই ধরলেন না, তাহলে ব্যক্তিগত স্বার্থ, নাকি রাষ্ট্রীয় কোনো কাজ বুঝলেন কীভাবে? আপনি একজন কৃষকের ফোনও ধরতে বাধ্য।’’

এরপর ইউএনও আমিনুল আবার বলেন, ‘‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর, মালিককেও শাস্তি দিতে পারি।’’ 

তখন সোহেল বলেন, ‘‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’’

এসময় ইউএনও খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে তার পিয়ন দিয়ে ভয়ভীতিও দেখান। ওই সাংবাদিককে দেখা করে ‘সরি’ বলতে চাপ প্রয়োগ করেন ইউএনওর গাড়ি চালক।

এ বিষয়ে জানতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেনি।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “আমার কাছে এ ব্যাপারে কোনো তথ্য এখনও আসেনি। তথ্য পেলে মন্তব্য করতে পারব।”

ঢাকা/ইমরান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম ন ল ইসল ম ব উফল উপজ ল স হ ল বল ন স মব র কম ট র আপন ক আপন র

এছাড়াও পড়ুন:

জমি ও পুকুর লিখে নিয়ে তাড়াশে বাবা-মাকে নির্যাতন, বাড়ি ছাড়া করলেন দুই ছেলে

সিরাজগঞ্জের তাড়াশে জমি ও পুকুর লিখে নেওয়ার পর বৃদ্ধ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন দুই ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছানোয়ার হোসেন মন্ডল (৬৭) তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ছানোয়ার হোসেন ও তার স্ত্রী মোছা. মতিজান নেছা উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের বাসিন্দা। তাদের দুই ছেলে—মো. মোক্তার হোসেন মন্ডল (৩৫) ও মো. আব্দুল মানিক মন্ডল (৩০)। 

প্রতিবেশীদের ভাষ্যমতে, ছেলেদের ও পুত্রবধূদের কাছে অল্প সময়েই বোঝা হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। প্রায় তিন বছর আগে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে কৌশলে তাদের জমি ও পুকুর দুই ছেলের নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় অবহেলা, নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া। 

ছানোয়ার হোসেন জানান, সম্পত্তি হস্তান্তরের কিছুদিন পর থেকেই ছেলে ও পুত্রবধূরা বিভিন্ন অজুহাতে তাদের গায়ে হাত তোলে। এক পর্যায়ে তিন দফায় মারধরের শিকার হন তিনি ও তার স্ত্রী। বাধ্য হয়ে আশ্রয় নেন স্ত্রীর বড় বোনের বাড়িতে। পরে কর্মসংস্থানের জন্য ঢাকায় গিয়ে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু বয়সের ভারে অসুস্থ হয়ে ফিরে এলে আবারও ঘরে উঠতে বাঁধা দেয় ছেলেরা।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, ঘটনাটি সত্য। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, কিন্তু দুই ছেলে কোনো সমাধানে রাজি হয়নি। মোছা. মতিজান নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এ বয়সে আর কাজ করতে পারি না। যা পাই তাই দিয়ে দিন পার করি। ছেলে-বউদের নির্যাতনে পাগলপ্রায় হয়ে গেছি।”

তবে অভিযুক্ত ছেলে মো. মোক্তার হোসেন জমি লিখে নেওয়া ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “বাবা-মা নিজের ইচ্ছায় জমি দিয়েছেন।”

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে ওই অসহায় দম্পতিকে সহায়তার বিষয়েও আমরা ভাবছি।”

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসবমূখর পরিবেশে সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর মৌসুমী ফল উৎসব
  • পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামি ছিনতাই, পুলিশসহ আহত ২৫
  • সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ
  • মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান  বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা
  • জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়া করলেন দুই ছেলে
  • জমি ও পুকুর লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি ছাড়া করলেন দুই ছেলে
  • জমি ও পুকুর লিখে নিয়ে তাড়াশে বাবা-মাকে নির্যাতন, বাড়ি ছাড়া করলেন দুই ছেলে
  • দোহারে বিএনপি নেতা হারুনকে গুলি করে হত্যা
  • সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে: সারজিস
  • পটিয়ায় ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ, আহত ১০