ঈদুল আজহার পর যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। 
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজার আমন্ত্রণে আগামী ৯ থেকে ১৩ জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। তবে বিস্তারিত সময় ও কর্মসূচি নিয়ে কাজ চলছে। সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাজ্য। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে অবৈধ অর্থকে নিজ দেশে স্থান দিয়ে আসছে। আসন্ন সফরে এ অর্থ ফেরত আনার উপায় নিয়ে আলোচনা হবে। আর এ জন্য প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা থাকবেন। 
দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা ক্রয়, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), রোহিঙ্গা সংকট, অর্থনীতি ও অভিবাসন, জলবায়ু, গণতন্ত্র, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সুশাসন, সংস্কার, মানবাধিকার, শ্রম অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের

হাতির পায়ে পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গান্ধীগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আজিজুর রহমান আকাশ (২২) এবং বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে এফিলিস মারাক (৩৫)।

জানা যায়, মঙ্গলবার রাতে এক পাল হাতি খাবারের সন্ধানে কাংশা ইউনিয়নের দরবেশতলায় ধানক্ষেতে হানা দেয়। এ সময় মশাল নিয়ে ক্ষুধার্ত হাতি তাড়াতে যায় স্থানীয় লোকজন। আকাশও তাদের সঙ্গে ছিলেন। লোকজন হাতিকে তাড়া করে বনের ভেতর নিয়ে যায়। এক পর্যায়ে হাতির পাল পাল্টা আক্রমণ করলে সবাই দৌড়ে চলে আসেন। কিন্তু আকাশ দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান। তিনি আর উঠতে পারেননি। এ সময় উন্মত্ত হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তাঁকে পিষ্ট করে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আকাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে গজনী অবকাশ কেন্দ্রের কাছে তিন সড়কের মোড়ে রাত সাড়ে ১০টার দিকে ৪ ব্যক্তি বাড়ি যাচ্ছিলেন। এসময় একই সড়ক দিয়ে হাতির পাল যাচ্ছিল। হাতি দেখে তিনজন দৌঁড়ে চলে গেলেও এফিলিস মারাক নামে একজন আটকে যায়। এসময় তাকে পদপিষ্ট করে হত্যা করে হাতি।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পাই আকাশের পেটের বাম পাশে ভুঁড়ি বের হয়ে গেছে। কান দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে মেরেছে।’

ছোট গজনী গ্রামের বাসিন্দা ক্রিস্টিয়ানা মারাক বলেন, বনে হাতির খাবারের খুব সঙ্কট। তাছাড়া ধান হাতির প্রিয় খাবার। খেতে পাকা ধান দেখে তারা হানা দিচ্ছে। বাঁধা দিলেই আক্রমণ করছে। তিনি বলেন, আসলে অভুক্ত হাতির দল গত এক সপ্তাহ ধরে ভীষণ তিক্ত হয়ে উঠেছে। তারা বন থেকে যখন-তখন লোকালয়ে আসছে। লোকজন নানাভাবে এদের প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্তহয়ে উঠেছে।

এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, পরিষদের তরফ থেকে মৃত দুই পরিবারকে যতটুকু সম্ভব তারা সহায়তা করবেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুল আলম রাসেল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। নিহতের দুই পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসন ভুক্তভোগীদের পরিবারকে সবধরণের সুযোগ সুবিধা প্রদান করবে। হাতি তাড়ানোর জন্য রাতেই জনসাধারণকে কেরোসিন তেল দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত নিবন্ধ