ঈদুল আজহার পর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য যাচ্ছেন
Published: 20th, May 2025 GMT
ঈদুল আজহার পর যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি।
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজার আমন্ত্রণে আগামী ৯ থেকে ১৩ জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। তবে বিস্তারিত সময় ও কর্মসূচি নিয়ে কাজ চলছে। সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাজ্য। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে অবৈধ অর্থকে নিজ দেশে স্থান দিয়ে আসছে। আসন্ন সফরে এ অর্থ ফেরত আনার উপায় নিয়ে আলোচনা হবে। আর এ জন্য প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা থাকবেন।
দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা ক্রয়, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস), রোহিঙ্গা সংকট, অর্থনীতি ও অভিবাসন, জলবায়ু, গণতন্ত্র, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সুশাসন, সংস্কার, মানবাধিকার, শ্রম অধিকারের মতো বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত