ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বুধবার (২১ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে করে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।” 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এ ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছে। 

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না। কারণ, তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে তা আসার আগেই কমিশন ঢাকা দক্ষিণের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের পক্ষপাত মূলক কাজ করবে না তার নিশ্চয়তা কী?”

গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি। ইশরাককে মেয়র হিসেবে পেতে আন্দোলন করছেন তার সমর্থকরা। গত ১৪ মে থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।

ঢাকা/সুকান্ত/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প সরক র ইশর ক

এছাড়াও পড়ুন:

এনবিআরের সাবেক চেয়ারম্যান মুনীমসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম (সিনিয়র সচিব) ও স্ত্রী লায়লা জেসমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই অভিযোগে সাবেক প্রথম সচিব (এনবিআর) ঈদতাজুল ইসলাম ও তার স্ত্রীর শর্মি মালা আনসারীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ পরিচালক সাইদুজ্জামান।

আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিরাদের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগরর অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন। 

২০২০ সালের জানুয়ারির ১ তারিখে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুন মুনীম। সে সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব দায়িত্বরত ছিলেন। পরে একই বছর জানুয়ারির ৫ তারিখ এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক মেয়াদের সময় শেষ হলে, তার স্থলাভিষিক্ত হন তিনি আবু হেনা মো. রহমাতুল মুনীম।

ঢাকা/এম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ