৪৭তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২ পদে বিশাল নিয়োগ, করুন আবেদন ৯ ঘণ্টা আগে

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন হওয়ার কথা ছিল। এরপর সেটি পিছিয়ে ৮ আগস্ট করা হয়। আজ আবার পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

আরও পড়ুন৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২১২ মে ২০২৫

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬ তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুনকানাডায় ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ, আর্থিক সুবিধা মিলবে ৪ বছর৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় মদসহ ৩ কারবারি আটক

গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ২৪০ লিটার (৬ মণ) চোলাই মদসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৭ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শিমুলতাইড় গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সুনীল বাবু (১৮), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)।  

আরো পড়ুন:

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় এক বছরে ১১ কোটি টাকার মাদক জব্দ

ক্যাপ্টেন রুবায়েত হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা শিমুলতাইড় গ্রামে অভিযান চালাই। এসময় মাদক বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৪০ লিটার চোলাই মদ জব্দ হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।” 

তিনি আরও বলেন, “অভিযান চলমান থাকবে। জব্দকৃত মদসহ আটক তিনজনকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ