বিদেশে ভাষা শিক্ষা কোর্সে অধ্যয়নের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় ফি পরিশোধে বৈদেশিক মুদ্রা ছাড় করতে এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। ব্যাংকগুলো নিজেরা এই অর্থ বিদেশে পাঠাতে পারবে। পাশাপাশি বিদেশি ভাষা শিখতে ব্যাচেলর ডিগ্রির শর্তও প্রযোজ্য হবে না। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

আগে ব্যাচেলর ডিগ্রিধারীরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ভাষা শিখতে বিদেশে খরচ পাঠাতে পারতেন। এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।  আগের নিয়ম অনুযায়ী, বিদেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েট, কিংবা ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্ত হিসেবে ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করার জন্য ব্যাংকগুলো প্রাধিকার প্রাপ্ত ছিল। এখন থেকে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে পারবেন।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভাষা শিক্ষা কোর্স বিদেশে চাকরি পাওয়ার জন্য সহজ পন্থা হিসেবে কাজ করে। বিশেষ করে জাপানে ভাষা ‍শিক্ষা কোর্স সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হয়। এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা থাকার প্রয়োজন হয় না। এর ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানায়, সম্প্রতি জাপান দূতাবাস থেকে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে জাপান। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ