যাত্রাবাড়ীতে পুলিশকে মারধর ও গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩
Published: 23rd, May 2025 GMT
ঢাকার যাত্রাবাড়ীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল রাত ৯টা ১০ মিনিটের দিকে র্যাব-১০ তিন আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আবির হাসান মজুমদার (৩০), মো.
আজ শুক্রবার সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মে সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ও একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে এক চালক পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে যান। প্রাইভেট কারটি চালিয়ে এক পুলিশ কনস্টেবলের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তিনি সরে গিয়ে বেঁচে যান।
এরপর প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীরা পুলিশ সদস্যদের গালাগাল করেন এবং মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় সার্জেন্ট মো. আমিনুল ইসলাম যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাৎ শনিবার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন।
আরো পড়ুন:
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ
বাংলাফ্যাক্টের অনুসন্ধান: যেভাবে ছড়ায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব
দলটি মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তারা চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।
এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
সূত্র: বিবিসি বাংলা
ঢাকা/এসবি