দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগে আবেদন চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি বিভাগের জন্য ৩৬ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রভাষক পদের জন্য নন-টেকনিক্যাল পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নির্ধারিত ফলাফল থাকতে হবে। টেকনিক্যাল বিষয়ে প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কৃষিতত্ত্ব বিভাগে ১ জন, উদ্যানতত্ব বিভাগে ১ জন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে ২ জন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ১ জন, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে ১ জন, কৃষি রসায়ন বিভাগে ১ জন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগে ২ জন, ডেইলি অ্যান্ড পোল্ট্রি সায়েন্সে ১ জন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে ১ জন, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগে ১ জন, জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগে ১ জন, ফিশারিজ টেকনোলজি বিভাগে ১ জন, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগে ১ জন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, আর্কিটেকচার বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২ জন, অ্যাকাউন্টিং বিভাগে ১ জন, ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন, রসায়ন বিভাগে ১ জন, গণিত বিভাগে ১ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন, ইংরেজি বিভাগে ১ জন, অর্থনীতি বিভাগে ২ জন, সমাজবিজ্ঞান বিভাগে ১ জন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনরংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে নিয়োগ, ৭৬ পদের আবেদন অনলাইনে১০ মে ২০২৫আবেদন শেষ কবে

আবেদনপত্র রেজিস্ট্রারের অফিস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ জুন ২০২৫ তারিখ বিকেল চারটার মধ্যে জমা দিতে হবে।

*আবেদনের পদ্ধতিসহ বিস্তারতি জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে আবেদন, শেষ ২৫ মে১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেমিস্টারে ২০তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা—

এক বছর মেয়াদি এমএসসি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।

এক বছর ৬ মাস মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা (তিন+এক বছর) মেয়াদি স্নাতক বা (দুই+দুই বছর) মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দুই বছর মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।

আবেদন যেভাবে—

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের লিংক দেখুন

ভর্তি পরীক্ষার বিস্তারিত—

আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৫।

ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫।

ক্লাস শুরুর তারিখ: ২৫ জুলাই ২০২৫।

আরও তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • তবে কি নিউইয়র্ক টাইমস মেয়রপ্রার্থী জোহরানের পেছনে লেগেছে
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই
  • বিচারক নিয়োগে আইন অনুসরণ করতে হবে: অধ্যক্ষ ইউনুস
  • সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ