ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।
মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।”
প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও।
‘সন অফ সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুকুল।
টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকী বাংলা বেশকিছু সিনেমাতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে অন্যতম জিৎ এর ‘আওয়ারা’। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
পিকনিকের নৌকায় ‘অশ্লীল নৃত্য’, পিটুনি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের পাশে করতোয়া নদীতে কিছু পিকনিকের নৌকা আসে। নৌকাগুলোতে শতাধিক তরুণ ছিল। নদীর পশ্চিম পাড়ে তরুণীদের দেখে একটি নৌকার তরুণেরা সাউন্ড বক্সে গান বাজিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের পেটানো শুরু করেন। তখন তারা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেন। তবে ওই তরুণদের পরিচয় পাওয়া যায়নি। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নৌকাগুলোতে শতাধিক তরুণ ছিল। তাদের নৌকায় রান্নার সামগ্রী ও বাদ্যযন্ত্র ছিল। সন্ধ্যার কিছু আগে কয়েকটি মেয়ে নদীর পশ্চিম পাড়ে বেড়াতে আসে। তাদেরকে দেখে একটি নৌকার তরুণরা অশ্লীল গান ও নৃত্য শুরু করে। এ অবস্থায় স্থানীয় কিছু লোক লাঠি নিয়ে তরুণদের পেটানো শুরু করেন। নৃত্যে অংশ নেওয়া তরুণরা নৌকা থেকে নদীতে লাফিয়ে রক্ষা পান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘ঘটনা তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’