২৭ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন
Published: 24th, May 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ও বিধিমালা (২০২৫-২৭) ঘোষনা করা হয়েছে। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। শনিবার (২৪ মে) কার্যকরী পরিষদের সাধারন সভায় এ তফসিল ঘোষনা করা হয়।
একই সঙ্গে নির্বাচন পরিচালনায় ৩ সদস্যের নির্বাচন কমিশন অনুমোদন করা হয়। এরা হলেন, চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাসুদুজ্জামান ও এ্যাডভোকেট নবী হোসেন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৫ (পাঁচ) জনসহ, সর্বমোট ১১ (এগার) টি পদের জন্য নির্বাচন হবে।
আগামী ২৭ জুন (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাবে ভোট গ্রহন এবং একইদিন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত আব্দুল্লার বাবা শামীম জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার কত বড় তোর চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।
পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘেষণা করে চিকিৎসক। এঘটনায় আমরা ছাব্বির নামে একজনকে আটক করেছি।
এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।