২৭ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন
Published: 24th, May 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ও বিধিমালা (২০২৫-২৭) ঘোষনা করা হয়েছে। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। শনিবার (২৪ মে) কার্যকরী পরিষদের সাধারন সভায় এ তফসিল ঘোষনা করা হয়।
একই সঙ্গে নির্বাচন পরিচালনায় ৩ সদস্যের নির্বাচন কমিশন অনুমোদন করা হয়। এরা হলেন, চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাসুদুজ্জামান ও এ্যাডভোকেট নবী হোসেন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য ৫ (পাঁচ) জনসহ, সর্বমোট ১১ (এগার) টি পদের জন্য নির্বাচন হবে।
আগামী ২৭ জুন (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাবে ভোট গ্রহন এবং একইদিন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।