কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত
Published: 25th, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬) নামে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।
শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের শ্যামনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. রবিউল ইসলাম কসবার শ্যামপুর এলাকার শের আলীর ছেলে এবং মো.
একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ৬ ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন বিএসএফ তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পরে তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, কসবার এই সীমান্ত দিয়ে ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এপথ দিয়ে আগরতলা থেকে চোরাই মোটরসাইকেলও আনা হয়। এছাড়াও আসে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য।
বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দু’জন আহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
ঢাকা/পলাশ/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রাম সীমান্তে ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে কাজ করতে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এস এইচ এল সিমতি এবং বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।
বিজিবির হাতে তুলে দেওয়া ২৪ বাংলাদেশির মধে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। তাদের মধ্যে ২৩ জন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে আটক থাকা ২৪ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তরের জন্য বার্তা দেওয়া হয়। পরে বিজিবি ওই বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওই বাংলাদেশিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা, মা তানেকা বেগম (৪৬) ও বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), মানব আলীর স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) ও তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯) ও মেয়ে কাজলী (২), ফুলবাড়ী উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আনজুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, একই উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) ও আরমান (২) এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
ঢাকা/বাদশাহ্/রফিক