ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতনসহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও থানার সামনে বিক্ষোভ চলছে।  

রবিবার (২৫ মে) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মো.

হাবিবুর রহমান নামে আন্দোলনরত এক শিক্ষার্থী রাইজিংবিডিকে বলেন, “মামলা হওয়ার পরেও প্রশাসন দায়ীদের গ্রেপ্তার করছে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এর আগে গত ১৮ মে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ ওঠে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় ছাত্রদলের নেতকর্মীরা জড়িত দাবি করে ওই দিন রাতে ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। 

ঢাকা/রায়হান/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ ঘটন য়

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ