বানিয়াচংয়ে পুলিশের গাড়িসহ ৪ যানবাহনে ডাকাতি
Published: 25th, May 2025 GMT
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের গাড়িসহ চারটি যানবাহন ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদল চালক ও যাত্রীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ মে) রাত ১২টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের আইঞ্জন এলাকায় ঘটনাগুলো ঘটে।
ভুক্তভোগী পিকআপ ভ্যানের চালক সুজন মিয়া বলেন, “রাস্তায় কয়েকজনকে একটি বিদ্যুতের খুঁটি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমার গাড়ি ২০-৩০ ফুট দূরে থাকতেই তারা খুঁটিটি রাস্তায় ফেলে গতিরোধ করে। এরপর ১৭-১৮ জন দা ও ফিকল হাতে এসে আমাকে মারধর করে। তারা আমার সঙ্গে থাকা ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।”
আরো পড়ুন:
পুলিশ পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন: সদর দপ্তর
ফরিদপুরে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
তিনি আরো বলেন, “এরপর আরো তিনটি গাড়ি ঘটনাস্থলে গেলে সেগুলো থামিয়ে একইভাবে ডাকাতি করা হয়। এর মধ্যে ছিল একটি পুলিশের গাড়ি। সেই গাড়িতে থাকা তিনজন পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে।”
ডাকাতদের হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন- বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন, কনস্টেবল আরিফ আহমেদ ও ইমরান হোসেন।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ জানান, রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা ডাকাতদের কবলে পড়েন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং উপজেলার আইঞ্জন এলাকা দীর্ঘদিন ধরে ‘ডাকাতির জোন’ হিসেবে পরিচিত। গত দুই যুগে সেখানে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ বছর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সাইফুল ইসলাম ওরফে ঝিলকি নিহত হওয়ার পর কিছুদিন ডাকাতি কমে গেলেও সাম্প্রতি আবারো তা বেড়ে গেছে।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।