বেলজিয়ামের ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি মনে করেন, এখনো তার ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে। সৌদি প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে প্রস্তাব পেলেও ইতালির লিগ চ্যাম্পিয়ন নাপোলিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সংবাদ মাধ্যম ইএসপিএন দাবি করেছে, সিরি এ চ্যাম্পিয়নদের সঙ্গে কথা-বার্তা পাকা হয়ে গেছে ডি ব্রুইনির। নাপলসে এক পা দিয়েও ফেলেছেন ১০ বছর পর ম্যানচেস্টার সিটি ছাড়তে যাওয়া ডি ব্রুইনি। তার সঙ্গে লম্বা চুক্তিই করতে যাচ্ছে নাপোলি। 

ফুটবল দলবদল নিয়ে কাজ করা ইতালির সাংবাদিক মাতেও মোরাত্তো জানিয়েছেন, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নাম তোলা নাপোলি ডি ব্রুইনির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে। চুক্তিতে প্রথম দুই মৌসুম বার্ষিক ৬ মিলিয়ন ইউরো বেতনের শর্ত থাকছে। শেষ বছরে কমে যা হবে ৫ মিলিয়ন ইউরো। 

তবে নাপোলির প্রস্তাবিত ওই বেতন ম্যানসিটিতে ডি ব্রুইনির সর্বশেষ বেতনের এক তৃতীয়াংশেরও কম। ম্যানসিটি থেকে বছরে ২০.

৮ মিলিয়ন ইউরো বেতন নিতেন সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার। ডি ব্রুইনি আজ ফুলহামের বিপক্ষে ম্যানসিটি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন। 

পেপ গার্দিওলার অধীনে ম্যানসিটির হয়ে ডি ব্রুইনি ছয়টি প্রিমিয়ার লিগ জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা ঘরে তুলেছেন। গার্দিওলার ম্যানসিটির অন্যতম হাতিয়ার ছিলেন ডি ব্রুইনি। তবে দুই মৌসুম ধরে বারবার চোটে পড়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। শেষ হতে যাওয়া মৌসুমেও একাধিকবার চোটের কবলে পড়েছেন তিনি। যে কারণে ম্যানসিটি তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি।    

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ফ টবল দলবদল ব র ইন র

এছাড়াও পড়ুন:

কোয়েটাকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ