ঢাকার মোহাম্মদপুরে ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার: পুলিশ
Published: 26th, May 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খোরশেদ (৪৭)। তিনি একজন মাদক কারবারি। তাঁর কাছ থেকে ২০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে, যার দাম ২০ লাখ টাকার বেশি।
ডিএমপি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল। এই অভিযানে হেরোইনসহ খোরশেদ ধরা পড়েন। আর তাঁর কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ বলেছেন, তিনিসহ অন্যরা মাদকদ্রব্য সংগ্রহ করে তা রাজধানীতে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানায় ডিএমপি। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র ড এমপ
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।