৩১ বার এভারেস্টের চূড়ায় নেপালের কামি রিতা
Published: 27th, May 2025 GMT
নেপালের শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড ভেঙে ৩১তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহন করলেন। মঙ্গলবার ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি দলকে নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় এভারেস্টে আরোহন করেন তিনি।
অভিযানের আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে, ‘কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’
বাণিজ্যিকভাবে গাইড হিসেবে কামি রিতা প্রথম এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং এর পর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন।
এর মধ্যে কোনো কোনো বছর তিনি একই মৌসুমে দুবার সামিট করেছেন।
এভারেস্ট আরোহনের ক্ষেত্রে তার পরেই আছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া। তিনি এ পর্যন্ত ২৯ বার সামিট করেছেন। 
 সূত্র: বিবিসি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির' প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে।
আজ মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়েছে।
এনসিপির 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির' সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।