মঞ্চ মাতাতে যুক্তরাষ্ট্রে যাবেন বাপ্পা মজুমদার
Published: 27th, May 2025 GMT
কানাডার সংগীতপ্রেমীদের মন জয় করার পর আমেরিকার পথে পা বাড়াচ্ছেন দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। দীর্ঘ বিরতির পর আবারো মার্কিন মুলুকে গানের সুরে মাতাতে যাচ্ছেন। সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত সংগীত সফর। যেখানে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি শহরে গান পরিবেশন করবেন ‘দলছুট’-এর এই প্রধান কণ্ঠশিল্পী।
ট্যুরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আইরন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, “বাপ্পা মজুমদার বাংলাদেশের গানের ভুবনে এক উজ্জ্বল নাম। তার সংগীতের সুবর্ণ সময় চলছে এখন। প্রবাসী শ্রোতারা তাকে দীর্ঘদিন ধরে মঞ্চে চাচ্ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটাতেই আমাদের এই আয়োজন।”
এই ট্যুরে বাপ্পা মজুমদার গান গাইবেন নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নানা শহরে। গানের মধ্য দিয়ে তিনি শুধু সংগীত পরিবেশন করবেন না, বরং বাংলা গানের আবেগ-ভাষাকে পৌঁছে দেবেন প্রবাসীদের হৃদয়ে।
আরো পড়ুন:
মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা
‘লাবণ্য’ অ্যাওয়ার্ড পেলেন ডন
বাপ্পা নিজেও ট্যুর নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, আয়োজকদের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছে এবং এখন চলছে শিডিউল ও প্রস্তুতির কাজ। “এই সফর যেন শুধু সংগীত নয়, প্রবাসীদের সঙ্গে নতুন করে আত্মার সংযোগ গড়ে তোলার সুযোগ হয়ে ওঠে—এটাই চাই,” বলেন বাপ্পা।
এ ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ