রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে
সারা
রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে ‘সারা’ লাইফস্টাইল এনেছে ঈদ উল আযহার বিশেষ কালেকশন। এই কালেকশনে রয়েছে আরামদায়ক ফেব্রিক, নান্দনিক নকশা আর ট্রেন্ডি কালার প্যালেটের চমৎকার সমন্বয়। ঈদের সকাল, বিকেল কিংবা সন্ধ্যায় যেকোনো সময়ের জন্য উপযুক্ত পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে এই সংগ্রহে।
সারা’র এবারের ঈদ পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসকল পোশাকে ফেব্রিক হিসেবে ব্যাবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি। ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জয়া আহসান
দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। ওয়ালটন দেশি ব্র্যান্ড। দেশের গর্ব। বিদেশেও সুনাম কুড়াচ্ছে ওয়ালটন। ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্যই আন্তর্জাতিকমানের। সার্ভিসও ভালো। দেশের প্রতিটি ঘরে ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স শোভা পাচ্ছে। ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, ওয়ালটন দেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের হৃদয় জয় করে নিয়েছে। v
চাঁদপুরে স্টেপ ফুটওয়্যারের নতুন শাখা
দেশের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ ফুটওয়্যার’ চাঁদপুর শহরে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। ইলিশের রাজধানী হিসেবে পরিচিত এ শহরের প্রাণকেন্দ্র মদিনা শপিং সেন্টারে অবস্থিত শোরুমটি উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে চাঁদপুর ও আশপাশের এলাকার ক্রেতারা এখন স্টেপ ফুটওয়্যারের ট্রেন্ডি, স্টাইলিশ এবং আরামদায়ক জুতা-স্যান্ডেল সহজেই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। শোরুমে নারী, পুরুষ ও শিশুদের জন্য রয়েছে নান্দনিক ডিজাইনের বৈচিত্র্যময় জুতা ও স্যান্ডেলের সমাহার। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বলেন, ‘আধুনিক ডিজাইন, টেকসই উপকরণ ও আরামদায়ক জুতার ক্ষেত্রে স্টেপ ফুটওয়্যার ইতোমধ্যে দেশে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা বিশ্বাস করি, আঞ্চলিক পর্যায়ে পৌঁছাতে পারলেই প্রকৃত অর্থে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। চাঁদপুরে নতুন শোরুম চালুর মাধ্যমে এখানকার মানুষের জন্য আন্তর্জাতিক মানের জুতা-স্যান্ডেল আরও সহজলভ্য হলো। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং গ্রাহকদের রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি টেকসই আস্থার সম্পর্ক গড়ে তোলা।’ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রেতা-শুভানুধ্যায়ী এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। v
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ট প ফ টওয় য র নত ন শ ড জ ইন র জন য ব যবস
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে বন্দরের দুটি স্কুলে ডিসি
নারায়ণগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে দুটি স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পড়াশোনায় আরও আগ্রহী হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক তার পরিদর্শনে শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই জোর তাগিদ দেন। তিনি বলেন, শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে মানবিকতার বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসক খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে জেলা প্রশাসক তাদের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন। তিনি শিশুদের মাঝে জুস ও কেক বিতরণ করেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, নারায়ণগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ফলাফলমুখী শিক্ষার বাইরে মানবিকতার বিকাশে তিনি বদ্ধপরিকর।